Monday, February 4, 2019

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতার প্যারোডি


কী আর করি

::রবিউল করিম::


জীবনে জমেছে মেঘ ঘন হতাশা।
বই খুলে বসে আছি নাহি ভরসা।
রাশি রাশি প্যারা প্যারা
পড়ালেখা হল সারা
মার্কশীটে তবু খরা
পাশ দুরাশা
পড়িতে পড়িতে চুল হল ফরসা।।

একখানি ছোট বেঞ্চ, আমি একেলা।।
চারিদিকে বাঁকা চোখ করে ঝামেলা।।
ব্ল্যাক বোর্ডে দেখি লেখা
খাতা যেন থাকে ঢাকা
নাহি যেন যায় দেখা
নকল বেলা।
এপারেতে ছোট বেঞ্চ, আমি একেলা।।

গলা খেঁকে হেটে হেটে স্যার আসে বারে।
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা গালে চলে যায়
কোন দিকে নাহি চায়
কলমেরা নিরুপায়
থামে দু'বারে।
দেখে যেন মনে হয় চিনি উহারে।

ওগো স্যার বলে যান একটু হেসে।।
খানেক আটকে গেছি উত্তরে এসে।।
যান যেথা যেতে চান
যারে খুশি বলে যান
এদিকে এসে।
আমার খাতাটি ফাঁকা রয়ে যায় শেষে।

যত পারো তত লেখো খাতার ওপরে।।
আর আছে- আর নাই দিয়েছি ভরে।।
এতক্ষণ খাতা খুলে
পড়াগুলি ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
কপি পেস্ট করে।
এখন পাশ করাও করুণা করে।

লাভ নাই, লাভ নাই, দেখাদেখি করি।।
বানিয়ে ছানিয়ে খাতা রেখেছো ভরি।।
মনের গগন ঘিরে
ভয় ডর ঘুরে ফিরে
ফেল মারাদের ভিড়ে
রহিনু পড়ি
পাশ আর হল নারে! কী আর করি!

No comments:

Post a Comment