Why and how become a sponsor?


আমরা http://www.banglapoetry.xyz এই ওয়েবসাইটটি স্পন্সর  (পৃষ্ঠপোষকহওয়ার জন্য আহ্বান জানাই। স্পন্সর করলে নিম্নোক্ত সুবিধাগুলো প্রদান করা হবে:

১) এই ওয়েবসাইটের মত টপলেবেল ডোমেইনসহ  ব্লগভিত্তিক ওয়েবসাইট তৈরী করে দেয়া হবে

২) ব্লগভিত্তিক ওয়েবসাইট নিজে তৈরী ও পরিচালনা করার প্রশিক্ষণ দেয়া হবে।এইজন্য কস্পিউটার ও ইন্টারনেট পরিচালনার প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।

৩) অত্র ওয়েবসাইটে স্পন্সর হিসাবে ছবি, নাম ও পরিচয়সহ তুলে ধরা হবে এভাবে 

৪) এই ওয়েবসাইটে সহায়তার মাধ্যমে বাংলা সাহিত্যকে একপ্রকার সহায়তা করা হয়।   সেই হিসাবেও এর স্পন্সর হতে পারেন। এই ওয়েবসাইটের সহায়তা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সহায়তা এভাবে যে,  www.banglapoetry.xyz অথবা https://banglapoetry.blogspot.com বাংলা কবিতা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটে সহজে পৌঁছার প্ল্যাটফর্ম হিসাবেও তৈরী করা হয়েছে। এর সাইডবার থেকে ও এর Poem Links পেইজ থেকে সহজে অন্য অনেক কবিতা সংক্রান্ত ওয়েবসাইটে পৌঁছা যায়। সার্চ করে ঐসমস্ত ওয়েবসাইটে পৌঁছা সময়সাধ্য বিষয়, অনেক ওয়েবসাইটের এসইও-এর কাজ করা না হওয়ায় দুঃসাধ্যও বটে। অনেক কবিতা সংক্রান্ত ওয়েবসাইট একসাথে ডিরেক্টরী আকারে পাওয়া যাওয়ায় তা বাংলা কাব্য সাহিত্যচর্চায় বিশেষ সহায়ক অবদান হিসাবে বিবেচিত হতে পারে। ঐ সমস্ত অনেক ওয়েবসাইটে স্বরচিত কবিতা পাবলিশ করা যায়। এই ওয়েবসাইটে বিজ্ঞান কবিতা, আধ্যাত্মিক কবিতা ইত্যাদি বিষয়ে সংকলন আকারে কবিতা তুলে ধরা হয়েছে। এই ওয়েবসাইটে অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ, সংবাদ, টিউটোরিয়াল ইত্যাদি তুলে ধরা হয়েছে। যথাযথ সহায়তা পেলে এবিষয়ে আরো ব্যাপক কাজের পরিকল্পনা আছে। প্রয়োজনবোধে সেসব সহায়তার বিবরণ এখানে তুলে ধরা হবে।    

৫) কেউ নিজে সহায়তা করতে না পারলেও অন্য কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা যোগাড় করে দিতে পারেন। এতেও তার নাম ও পরিচয় স্পন্সরকারী হিসাবে তুলে ধরা হবে।  

৬) কোন প্রতিষ্ঠান স্পন্সর হলে এই ওয়েবসাইটে এবং এর সহযোগী অন্যান্য ওয়েবসাইটে এর বিজ্ঞাপণ দেয়া হবে। 
৭) এই ওয়েবসাইটের SEO, SMM(Social Media Marketing) ইত্যাদি করা হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও প্রচারের পরিকল্পনা আছে। কাজেই স্পন্সরের বিষয়টিও তথা স্পন্সরকারীরাও প্রচার পাবে  । 

৮) এই ওয়েবসাইটটির মূল প্রতিষ্ঠান ON IT Ltd, এর ওয়েবসাইট এড্রেস হলো: www.onitltd.com । স্পন্সরকারীদের মধ্যে যারা চান এবং আমাদের পক্ষে যাদের নেয়া সম্ভব তাদের সাথে ON IT-এর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নোট: কারো হয়তো উপরের সমস্ত বিষয় দরকার হবে না।   সে অবস্থায় উপরের এক বা একাধিক কারণে এই ওয়েবসাইটের স্পন্সর হতে পারেন।    


        অধিকতর তথ্য জানার জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই ই-মেইল এড্রেসে  ই-মেইল করতে পারেন: sohelict@gmail.com অথবা ফোন করুন এই নাম্বারে : 01779865148



  

No comments:

Post a Comment