নতুন পদ্ধতিতে ছন্দ শেখানোর জন্য লেখা আমার ‘ছন্দের সহজপাঠ’ বইটি নিয়ে কয়েকজন বিদগ্ধ পাঠক-সমালোচক-সম্পাদকের নিম্নোক্ত মন্তব্য দেখে খুব ভালো লাগলো
(মাত্রা গণনার এই সহজ ও মজাদার পদ্ধতি বাংলা ছন্দশাস্ত্রে ব্যবহৃত হলো এই প্রথম): Osman Gani
“গত ২৫ বছরে কবিতার যত না ছন্দ/মাত্রা শিখে এসেছি তার চেয়ে শতগুণ বেশি শিখেছি মাত্র ২৫ ঘন্টায়, বিশেষ করে থুতনি পদ্ধতিতে কবিতার মাত্রা চেনা“—মোড়ল রাশেদ
[ব্যাকরণ নয়], “যেনো মজার একটি গল্প পড়ছি”—সিদ্দিক মাহমুদ
“ছন্দের সহজপাঠ বইটি নতুন পুরাতন সকল কবির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই বইটি রপ্ত করলে আর কোনো ছন্দের বইয়ের দরকার হবে না। আমি মনে করি এটি ছন্দ শেখার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বই”--এম আবদুল হালিম বাচ্চু
“বাজারে ছন্দবিষয়ক যত বই আছে, সব বইয়ে কিছু ঘাটতি আছে। কিন্তু [এই] বইয়ে বিস্তারিতভাবে সবকিছু দেয়া আছে। ছন্দ শিখার জন্য ‘ছন্দের সহজপাঠ’ পড়লে আর ছন্দ বিষয়ে কোনকিছু শেখার বাকি থাকবে না“—সাজিদ মাহমুদ প্রামাণিক
"খুব চমৎকার একটি বই। সহজ সরল ভাষায় লেখা। আগের বইগুলো পড়ার পরেও তৃপ্ত হতে পারছিলাম না। টুকটাক সমস্যা থেকেই যাচ্ছিল। এবার আর তা থাকছে না…হাতে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ডুবে আছি বইটিতে যেন মধু পান করছি"—শরীফ মল্লিক
“বাংলা কবিতায় ছন্দ এক 'হিমালয়সম' স্তম্ভ। এটাকে টলানো তেমন সহজ নয়। অনেকে কবিতায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। হয়তো না-জানার কারণে এমনটি হচ্ছে। সে বিবেচনায় চলমান বইটি আলোর পথ দেখাবে”—সালেম সুলেরী
“কবি আবিদ আনোয়ার একজন নিপুণ কবি। আমি তাঁর কবিতার বইয়ের আলোচনাও লিখেছিলাম প্রথম আলোয়। তিনি কবিতা নিয়ে অনেক প্রবন্ধ-নিবন্ধও লিখেছেন…এবার বেরিয়েছে তাঁর বই--ছন্দের সহজপাঠ। এই বইটা আমি সব কবিযশোপ্রার্থীকে কিনে পড়তে বলব। ছন্দ জানবেন না, কিন্তু কবিতা লিখবেন, এটা হওয়া উচিত নয়“—আনিসুল হক
"ছন্দের অনেক ভারী ভারী বই বাজারে আছে। তা পড়ে ছন্দ শিখতে গেলে দাঁত ভেঙে যেতে পারে। কিন্তু আবিদ আনোয়ারের এই বই সাধারণ পাঠকের উপযোগী। যারা নতুন লিখতে এসেছে, তাদের জন্য অবশ্যপাঠ্য। যারা ভুল ছন্দে কবিতা লেখেন, এ বই তাদের ইহপাঠ্য। যারা ছন্দকে অস্বীকার করতে চান, এ বই তাঁদের নিত্যপাঠ্য। যারা কলেজ-ইউনিভার্সিটিতে বাংলা ক্লাসে ছন্দ শেখান, এই বই তাঁদের গোপনপাঠ্য"—তপন বাগচী
“প্রিয় তরুণদল: যারা শব্দঘরে লিখবেন, লিখেছেন অন্য কোনো সাহিত্যপত্রিকা, লিটলম্যাগ কিংবা দৈনিকসমূহের সাহিত্যপাতায়, সবাইকে আবিদ আনোয়ারের 'ছন্দের সহজপাঠ' বইটি সংগ্রহ ও পাঠের আহবান জানাচ্ছি । সাহিত্যপত্রিকা সম্পাদনা করতে গিয়ে বুঝেছি ছন্দপ্রকরণ নিয়ে আমাদের স্বচ্ছ ধারণার ঘাটতি রয়েছে। বইটি আগ্রহীদের পিয়াস মেটাবে বলে বিশ্বাস । আগামী প্রকাশনীর প্রিয় প্রকাশক ওসমান গণিকে ধন্যবাদ এ বইটি প্রকাশের জন্য; এর লেখক আবিদ আনোয়ারকেও”—মোহিত কামাল
“সবার জন্য সুসংবাদ…বিশেষ করে যারা সহজে ছন্দ শিখতে চান তারা বইটি অবশ্যই সংগ্রহ করবেন”—মোহাম্মদ রফিকউজ্জামান
আগ্রহীজন আগামী প্রকাশনী, ৩৬ বাংলা বাজার, ঢাকা ১১০০ ঠিকানায় কিংবা রকমমারি.কম-এ যোগাযোগ করতে পারেন।
কিভাবে পেতে পারি বইটি?
ReplyDeletewww.rokomari.com থেকেও বইটি কিনতে পারেন। এই লিংকে দেখুন: ছন্দের সহজপাঠ
Delete