Monday, March 4, 2019

যে-পথ ফেলে এসেছিলাম ।। রবার্ট ফ্রস্ট (The Road Not Taken / Robert Frost)



যে-পথ ফেলে এসেছিলাম 

- রহমান হেনরী


হলুদ বনভূমি চিরে দুইখানা পথ, বিভাজিত, দু'দিক চলে গেছে, 
দুঃখ মনে: একলা আমি, দুই পথে আর যাই-বা কেমন করে! 
ব্যাকুলভাবে রই দাঁড়িয়ে, দ্বন্দ্ব-দ্বিধায়, একখানা পথ বেছে; 
দু'চোখ রাখি অন্যপথে, চেয়ে দেখি যতটা দূর দৃষ্টিরেখা ঝরে: 
ঠিক ততদূর, যেই সীমানায় মোড় নিয়ে সে, ঢালু হয়ে পড়ে। 



তারপরে সেই আরামদায়ক, নয়নভোলা, পথের দিকেই যাই; 
হয়তো যেটা বেছে নিলাম, সেটাই ভালো, এমনতর জেনে
তুষ্টি মেলে; তৃণ-আচ্ছাদিত সে-পথ, চড়াই কী উৎরাই
ছিলো না তার; যদিও তা পথিকজনের পায়ের তলায় ছেনে
জীর্ণ এতোই_ পথ দুটিকে, ভাবতে পারো, যেন-বা একটাই।

দুই পথই সেই সকালবেলায়, একই রকম শান্ত-শোয়া, ঘাসে, 
কোনই পায়ের দাগ পড়েনি, এতোটুকুন, পাতার শয্যাজুড়ে; 
ওহ, সে-প্রথম পথ পড়ে থাক, আসছে যে-দিন, সেসব দিনের পাশে! 
সংশয় হয়, ফিরবো পি্ছে, তেমন দিন কি সত্যি আবার আসে? 
যদিও জানি, পথ কীভাবে পথেই টানে, কাছে কিংবা দূরে।

দীর্ঘশ্বাস ফেলে ফেলে, হয়তো সেদিন, বলে যাবো এই-
আয়ুরেখার পথে নামা যুগগুলিকে পেরিয়ে যেতে যেতে: 
বনের ভেতর দুইখানা পথ দু'দিক গেল, এবং আমি সেই, 
কম-হাঁটা পথ অনায়াসে বাছলো যে-জন, হঠাৎ, নিমেষেই, 
এবং তাতেই ভিন্ন ফলন, এক জীবনের চর্চিত ধানক্ষেতে।


No comments:

Post a Comment