Thursday, January 3, 2019

দুইটি গান - ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া এবং একটা তাবিজ বানাইয়া দে


ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া 
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।
এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া
আমার রইছে পন্থ চাইয়া।♫♪ 


“ওরে নীল দরিয়া” কালজয়ী এই গানটির জন্মকথা:
ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, শিল্পী : মোহাম্মদ আবদুল জব্বার, সুরকার : আলম খান, গীতিকার : মুকুল চৌধুরী, ছায়াছবি : সারেং বউ (১৯৭৭)

২) ও মোর বানিয়া বন্ধু রে, একটা তাবিজ বানাইয়া দে

ও মোর বানিয়া বন্ধু রে
একটা তাবিজ বানাইয়া দে
একটা মাদুলি বানাইয়া দে
ওরে মরিয়া গিয়াছে
বিয়ার সোয়ামী স্বপনে আইসে

যে জন সোনার বানিয়া
নীতি করে সোনাকো না মোর
ওজন করিয়া দেয়
ও মোর সাধের বানিয়া রে
ও মোর ভাবের বানিয়া রে
ওরে সোনা-রূপা মিশিল করে একটা
তাবিজ বানাইয়া দে
ওরে মরিয়া গিয়াছে
বিয়ার সোয়ামী স্বপনে আইসে

হাতের নিলুক মোর কোচার নিল
হাকার রুমুক নিভুয়াতে
যাক মারিল লোকের কথাতে
ও মোর ভাবের বানিয়া রে
ও মোর সাধের বানিয়া রে
ওরে দিবার চাইয়া নাকের
নোলক নাই দিলু মোরে
ওরে মরিয়া গিয়াছে
বিয়ার সোয়ামী স্বপনে আইসে
ও মোর বানিয়া বন্ধু রে
একটা তাবিজ বানাইয়া দে

শিল্পীঃ সালমা
অ্যালবামঃ ক্লোজ-আপ ওয়ান
সুরকারঃ প্রচলিত, গীতিকারঃ সংগ্রহ

No comments:

Post a Comment