কবি আবিদ আনোয়ার বলেন: আমি মনে করি: গ্রামীণ মানুষ কিংবা কোনো বিশেষ নৃগোষ্ঠির মানুষ যখন তার আত্মকথা প্রকাশ করবেন তখন তা পুরোপুরি আঞ্চলিক ভাষায় হওয়া উচিত। কেবল যোগসূত্র হিসেবে কবি নিজে মানবাংলা ব্যবহার করতে পারেন। আমার এমনি একটি কবিতা যার শুরুটাই কেবল মানবাংলায়।
No comments:
Post a Comment